সেবা সহজীকরণের লক্ষ্যে ১৩ই নভেম্বর ২০২৫ তারিখ থেকে ইএনওসি অনলাইনে সরাসরি ডাউনলোড করা যাচ্ছে। এ বিষয়ে কোনো কারিগরি জটিলতা পরিলক্ষিত হলে অত্র অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।           ১৩ নভেম্বর ২০২৫ ইং তারিখ হতে প্রাপ্ত অনাপত্তি সনদ কিউ আর কোডের মাধ্যমে অনলাইনে যাচাই করে দেখা যাবে।          

সেইফটি ফার্ম নিবন্ধন ফর্ম।

প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।


আপনি সেইফটি কনসাল্টিং ফার্মের নিজস্ব কর্মকর্তা/কর্মি/অফিসার হলে এখানে রেজিস্টার করবেন না। সেইফটি ফার্মের একাউন্টে লগিন করে তারপর ইউজার তৈরি করবেন।
কোম্পানির মৌলিক তথ্য
লগইন তথ্য (ইংরেজীতে লিখুন)

আপনার পূর্বে একাউন্ট আছে ? লগইন করুন

© গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
ওয়্যারহাউজ ও ফায়ার প্রিভেনশন শাখা
অনাপত্তি সনদের জন্য আবেদন

অনলাইনে অনাপত্তি সনদ আবেদনের নিয়মাবলী

  • অনাপত্তি সনদের জন্য আবেদন করতে হলে আপনাকে প্রথমে নিবন্ধন করতে হবে ।
  • নিবন্ধন করার জন্য নতুন একাউন্ট তৈরী করুন লিংকে ক্লিক করুন
  • সঠিক তথ্য দিয়ে নিবন্ধন করলে আপনার ইমেইলে একটি একাউন্ট ভেরিফিকেশন লিংক যাবে ।
  • লগিং করার পরে নতুন দরখাস্ত লিংকে ক্লিক করুন ।
  • একটি তথ্য সম্বলিত ফরম আসবে। সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন এবং সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
  • পরবর্তী পাতায় প্রয়োজনীয় দাখিলকৃত তথ্যাবলি চেক করার পর সংশোধন দরকার না হলে "আবেদন করুন" বাটনে ক্লিক করুন অথবা পেছনে গিয়ে দরখাস্ত সংশোধন/পরিমার্জন করুন।
  • আবেদন সঠিকভাবে অনুমোদিত হলে আপনার কাছে ইমেইল যাবে এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি (ফায়ার ফাইটিং ফ্লোর প্লান ,লেআউট প্লান ,জমির কাগজসমূহ ,গুগল ম্যাপ) জমা দিতে হবে।
  • পরিদর্শন কমিটি আপনার ভবনটি পরিদর্শনের পর আপনার অনাপত্তি সনদ অনুমোদিত হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।